প্রতিষ্ঠানের ইতিহাস

সেসিপ প্রকল্পের আওতায় যশোর জেলাধীন শার্শা উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অনুন্নত বুজতনা গ্রামে ২০০৫ সালে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে অভ্যান্ত সুনামের সহিত অত্র প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। তৎকালিন সরকার ও শিক্ষা মন্ত্রনালয়, সারা বাংলাদেশ ব্যাপি যোগাযোগ বিচ্ছিন্ন
হাওড় বাওড় ও শিক্ষার আলো থেকে বঞ্চিত খরা, ঘূর্নিঝড়, বন্যা ইত্যাদির উপর বিবেচনা করে ১৩০টি বিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা করেন। এরই ধারা বাহিকতায় যশোর জেলায় ৩টি বিদ্যালয়ের মধ্যে শার্শা উপজেলায় অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের লেখা পড়ার মান খুবই সন্তোষ জনক।
উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকালে ৭ জন দাতা ১ একর ৪১ শতক জমি দান করেন। দাতাগনের তালিকা নিম্নরূপ:
১। শ্রী শান্তিপদ বিশ্বাস
যতী ভারাপদ বিশ্বাস
৩। মোঃ আসাসাদুজ্জামান সাগর, (তৎকালিন চেয়াম্যান ৩নং বাহাদুরপুর ইউনিয়ান
৪। ডা: ওসমান গণি।
৫। মো: জাহাঙ্গীর কবীর খান।
৬। মো: মফিজুর রহমান খাঁন
৭। ডাঃ কে.এম নজরুল ইসলাম। (সবেক সংসদ ও বীর মুক্তি যোদ্ধা)

আরো উল্লেখ্য যে, তৎকালিন অত্র এলাকার বেশ কিছু বিদ্যোৎসাহী ও ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রমে ও জেলাপ্রশাসন, উপজেলা প্রশাসন ও যশোর শিক্ষা বোর্ডের সহযোগীতায় বিদ্যালয়টি নির্মিত হয়। তৎকালীন সময়ে প্রথম সভাপতি হন পদাধিকা বলে উপজেলা প্রশাসন এবং ৮৫ যশোর -১ শার্শা মাননীয় সংসদ সদস্য বার বার নির্বাচিত জনাব শেখ আফিল উদ্দীনের সহযোগীতায় অনুন্নত যোযোগ ব্যবস্থার ব্যা উন্নত্তি করেন। তিনি অত্র বিদ্যালয়ের দুইদুইবার সভাপতির পদ অলংকিত করেন। প্রশাসনের সভাপতির পদের পর স্থানীয় ব্যক্তি বর্ষের মধ্যে সভাপতির পদ অলংকি করেন জনাব মো: শাহাজান আলী এবং সর্ব প্রথম অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধ শিক্ষককের দায়িত্ব পালন করেন শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালিন অব প্রাপ্ত শিক্ষক জনাব মো: রেজাউল হক। বিদ্যালয়ের সামনে দিয়ে বেত্রাবডী খান প্রবাহিত হয়ে গিয়েছে, যার উৎস বাংলাদেশের ঐতিহ্যবাহি সোনামূখী বিল থেকে।

স্থানীয় লোকমুখে সোনাযায় যে, বেত্রাবতী নদীতে একসময় ছোট জাহাজ নৌকা পানভলি নৌকাসহ বহু জলজান চলাচল করত। এই বেত্রাবতীকে কেন্দ্র করে বহু স্থানীয় লোকজনের জীবন জীবিকা নির্বাহ হত। প্রশাসনিক কর্মকর্তা অত্র বিদ্যালয়ের সভাপ দায়িত্ব পালন করা কালিন তৎকালিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মে ওয়েদুজ্জামান স্যার বিদ্যালয়ের সার্বিক সহযোগীতার জন্য অগ্রগামী ভূমিকা পালন করেন। যা আমাদের মাঝে চির স্বরনীয় হয়ে আছেন। বিদ্যালয়টি ঐতিহ্যবাহী বেনা আর্ন্তজাতিক রেলওয়ে জংশন থেকে ৩ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এবং বেনা স্থল বন্দর থেকে ৪ কিলোমিটার উত্তর পূর্ব অবস্থিত। বিদ্যালয়টি শার্শা উপজেলার প্রশাসনিক কেন্দ্র থেকে ৬ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। অত্র বিদ্যালয়টি যে,ইউনিয়নে অবস্থিত সেই ইউনিয়ানে ৫টি মাদ্রাসা ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০ প্রাথমিক বিদ্যালয় আছে।
বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতির পদ অলংকৃত করে আছেন জনাব মো: মফিজুর রহমান, চেয়ারম্যান ওলং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ শার্শা, যশোর। বর্তমানে প্রধান শিক্ষকের পদ অলংকৃত করে আছেন জনাব মো: নজরুল ইসলাম, (বি.এস.সি.বিএড।